হ্যাপি উইমেন’স ডে

নারীদিবসের তাৎপর্য কী? কোন আন্দোলনের কথা ভেবে, কাদের শোষণ-মুক্ত করার জন্য ৮ মার্চ-কে নারীদিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল? হলফ করে বলা যায় খুব কম মানুষই জানে। দুর্ভাগ্য, এরাই নারীদিবস না, ‘নারী-উৎসবে’ মেতে ওঠে। প্রকাশ্যে নারীমুক্তির বুলি কপচায়। লম্বা-চওড়া বক্তব্য রাখে। যাই হোক এদের কারণেই নারীদিবসের উৎসবে বিন্দুমাত্র ভাঁটা পড়ে না। আসুন, এই সমারোহের সঙ্গে নারীদিবস উদযাপনকে আমরা একটা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখি।

by ​​​​​​​অপর্ণা বন্দ্যোপাধ্যায় | 03 March, 2021 | 737 | Tags : international women's day 8th march Generation Equality women empowerment